• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৮:৩৭ (29-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৮:৩৭ (29-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাথরঘাটায় গৃহবধূর আত্মহত্যা, পরিবারের অভিযোগ হত্যা

২৯ এপ্রিল ২০২৫ দুপুর ০১:৩৮:৩১

পাথরঘাটায় গৃহবধূর আত্মহত্যা, পরিবারের অভিযোগ হত্যা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জের ধরে চার মাসের কন্যা সন্তান রেখে মোসা. সিনথিয়া (১৯) নামের এক গৃহবধূর আত্মহত্যা করছেন।

২৮ এপ্রিল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পূর্ব গহরপূর এলাকায় এ ঘটনা ঘটে।

সিনথিয়া পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা হাসান মোহাম্মদ আলিফের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সিনথিয়ার শাশুড়ি মাঠে মুগডাল তুলতে যান। কিছুক্ষণ পর সিনথিয়ার মেয়ের কান্নার শব্দ পেয়ে পাশের বাসার লোকজন এগিয়ে আসেন। তখন বন্ধ ঘরের জানালা দিয়ে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সিনথিয়াকে দেখতে পান। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে, সিনথিয়ার বাবা আলিফ ও পরিবারের সকলের অভিযোগ সিনথিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা জানান, বিয়ের পর থেকে সিনথিয়ার ওপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই তাকে মারধর করতো স্বামী হাসিব সিকদার ও তার মা। সংসারের কথা চিন্তা করে সব কিছু মুখ বুঝে সহ্য করেছে সিনথিয়া। সোমবার সকালেও সিনথিয়াকে মারধর করা হয় এবং তাকে মেরে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে। আমরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর সিনথিয়ার স্বামী হাসিব সিকদার ও তার শ্বশুর জাকির সিকদারকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এখনও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল
২৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৪৯:১১