• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:৪৯:৫৩ (29-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:৪৯:৫৩ (29-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজাপুরে ছাড়পত্র ছাড়াই চলছে ‘সেভেন স্টার’ ব্রিকস

২৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:১৪:৩৫

রাজাপুরে ছাড়পত্র ছাড়াই চলছে ‘সেভেন স্টার’ ব্রিকস

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সেভেন স্টার নামের একটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিলেও পুনরায় চালু হয়েছে।

সেভেন স্টার ব্রিকস এ বর্তমানে ইট উৎপাদন চলছে যা পোড়ানো হচ্ছে কাঠ দিয়ে। ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএইচ হারুনের ভাতিজা ফেরদৌসের মালিকানাধীন ‘সেভেন স্টার ব্রিকস’ নামের ভাটা’টি পরিবেশ বিধিমালা লঙ্ঘনের দায়ে প্রশাসন কর্তৃক বন্ধ করে দেওয়া হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে।

ইট ভাটার নিকটবর্তী ১০১ নং পশ্চিম কানুদাসকাঠী কাটারি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকার কারণে সেভেন স্টার ব্রিকস পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে ছাড়পত্র পায়নি। গত মৌসুমে ইট পোড়ানোর কার্যক্রম চালু রাখায় তিন মাস আগে রাজাপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ভাটাটি বন্ধ করে দিয়ে বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করে ফেলে। তবে কয়েক সপ্তাহের মধ্যেই আবারও নিয়ম বহির্ভূতভাবে কার্যক্রম শুরু করে ভাটা’র মালিক পক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে সেভেন স্টার ব্রিকসের মালিক মো. ফেরদৌস বলেন, ‘ম্যাজিস্ট্রেট এসে আমাদের কাঁচা ইট ধ্বংস করে দিয়ে ভাটা বন্ধ করে দিয়েছিলেন। তবে লোনের টাকা পরিশোধ, সরকারকে ভ্যাটসহ বিভিন্ন খাতে যে লোকসান হয়েছে তা পুষিয়ে নিতে আমরা কিছু ইট পোড়াচ্ছি।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, ‘আমরা কয়েক মাস আগে সেভেন স্টারসহ জেলার অনেক অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছি। কেউ যদি ছাড়পত্র ছাড়া গোপনে আবার চালু করে তাহলে আইন অনুযায়ী দ্রুত আবারও ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যেসব কারণে নষ্ট হাতে পারে স্মার্টফোন
২৯ এপ্রিল ২০২৫ রাত ০৮:৪৬:৩৮