ফিরোজ মোস্তফা, বরিশাল ব্যুরো: মোবাইল ফোনের পাশাপাশি ল্যান্ড ফোনের ব্যাপারেও সকলের গুরুত্ব দেওয়া উচিৎ বলে মনে করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান (জ্যেষ্ঠ সচিব) শ্যাম সুন্দর সিকদার।
২৩ মে মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে টেলিযোগাযোগ ব্যবস্থা ও সাইবার নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
শ্যাম সুন্দর বলেন, ঘরের মধ্যে ল্যান্ড ফোন আছে, আবার মোবাইল ফোনও আছে। কিন্তু আমরা ল্যান্ড ফোনের কাছে যাই না। মোবাইল ফোন দিয়েই কথা বলছি। মোবাইল ফোনে সর্বনিম্ন ৬৫ পয়সা আর সর্বোচ্চ ২ টাকাও খরচ করছি। কিন্তু ল্যান্ডফোনে কথা বললে প্রতি মিনিটে কিন্তু মাত্র ১০ পয়সা খরচ হচ্ছে। আমরা অভ্যাসের কাছে দায়বদ্ধ হয়ে গেছি। এসব কারণেই আমাদের বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) গ্রাহক কমে গেছে। অনেকে তো ল্যান্ডফোন সারেন্ডারও করে দিচ্ছে। কিন্তু ল্যান্ড ফোনের ব্যাপারে সবাইকে গুরুত্ব দিতে হবে।
সাইবার নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যখন কেউ গুজব ছড়ানোর চেষ্টা করে কিংবা কেউ সাইবার ক্রাইম সংগঠিত করে, তখন নালিশের জায়গা বলতে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছে যান আপনারা। আবার কিছু কিছু জায়গায় সাইবার সিকিউরিটি এজেন্সি আছে, সেখানেও নালিশ করতে পারেন। তারাই আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমাদের নলেজে বিষয়টি আসার পর সংশ্লিষ্টদের সাথে কথা বলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় অংশ নেওয়া অতিথিরাও ল্যান্ড ফোন ও সাইবার নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
পরে বিটিআরসি চেয়ারম্যান বরিশাল জেলার টেলিযোগাযোগ ব্যবস্থা ও সাইবার নিরাপত্তা বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন।
বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাইসহ বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির প্রতিনিধিসহ আরও অনেকেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available