• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩২ রাত ১১:২১:৩৫ (29-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩২ রাত ১১:২১:৩৫ (29-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গামাটিতে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

২৯ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৪:২৯

রাঙ্গামাটিতে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙ্গামাটির দুর্গম ও সীমান্তবর্তী প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী প্রদান।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২৯ এপ্রিল মঙ্গলবার বিজিবি'র রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় পার্বত্য জেলা রাঙ্গামাটির বরকল উপজেলার দুর্গম সীমান্তবর্তী দেবাছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

রাজনগর ব্যাটালিয়নের মেডিকেল অফিসার কর্তৃক পরিচালিত এই মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দুই শতাধিক পাহাড়ি। বাঙালি জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

রজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক জানান, দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর একমাত্র ভরসা ও আস্থার প্রতীক হিসেবে বিজিবি সর্বদা তাদের পাশে থেকে বিভিন্ন ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। এ জাতীয় কর্মকাণ্ড পার্বত্য এলাকায় দায়িত্বরত বিজিবি ও বসবাসরত পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সুসম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় সকল স্তরের জনসাধারণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যেসব কারণে নষ্ট হাতে পারে স্মার্টফোন
২৯ এপ্রিল ২০২৫ রাত ০৮:৪৬:৩৮