• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৫:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৫:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবিরের ব্যতিক্রমী উদ্যোগ

২৩ মে ২০২৩ রাত ০৮:৪৫:৪০

ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবিরের ব্যতিক্রমী উদ্যোগ

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: গর্ভবতী নারীদের মিস্টিমুখ করিয়ে, শুভেচ্ছা বার্তার সাথে অনাগত সন্তানের জন্য আগাম জন্মনিবন্ধন ফর্ম বিতরন করার এক ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছেন দেবীদ্বার উপজেলার ১০ নং গুণাইঘর ইউপি চেয়ারম্যান মো. হুমাযূন কবির। সেইসাথে গর্ভবতী নারীদের সেবা এবং সন্তান প্রসবে স্থানীয় মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহযোগীতা নিতে এক উদ্বুদ্ধকরন সভার আয়োজন করা হয়।

২৩ মে মঙ্গলবার সকাল ১১ টায় ইউপি মিলনায়তনে আয়োজিত ওই উদ্বুদ্ধকরন সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. হুমায়ূন কবির। এ সময় বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এবিএম আতিকুর রহমান, মো. মিজানুর রহমান মাষ্টার, এফডব্লিউবি আনোয়ারা বেগম, পরিদর্শক মো. আবুল বাশার, ইউপি হিসাব সহকারী মো. জাফর আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানে ৪০ জন গর্ভবতী নারীকে মিষ্টিমুখ করিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক শুভেচ্ছা বার্তা ও জন্ম নিবন্ধনের আবেদন ফরম আগাম প্রদান করেন ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির।

এসময় চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমদের ইউনিয়ন পরিষদের আওতায় গর্ভবতী নারীদের তালিকা প্রণয়ন করা হয়েছে। ১০ নং গুণাইঘর ইউনিয়নে ১টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ২টি স্বাস্থ্য কেন্দ্র এবং রেড ক্রিসেন্ট সোসাইটির একটি হাসপাতাল আছে। কেন্দ্রগুলিতে গর্ভবতী নারী ও প্রসূতিদের সকল সেবা দেয়া হলেও অজ্ঞতা ও অসচেতনতার কারনে অনেকেই এ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জন্মের পরপরই বিনামূল্যে জন্ম নিবন্ধনের সুযোগ থাকলেও অনেক বাবা-মাই সন্তানের জন্মনিবন্ধন করাতে আগ্রহী নন। তাই সন্তান সম্ভবা মায়েদের স্বাস্থ্য সচেতনতায় শুভেচ্ছা বার্তার সাথে একটি করে জন্ম নিবন্ধন ফর্ম দিয়ে দেওয়া হলো যেনো তারা সন্তান জন্মের পরপরই ফর্মটি পূরণ করে ইউপি কার্যালয়ে জমাদিয়ে সন্তানের নিবন্ধন করে নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫