কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে স্বপ্ননীড় আশ্রয়ণ প্রকল্পে বেদে সম্প্রদায়ের লোকজনের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ২৫ মে বৃহষ্পতিবার আয়োজিত এ সভায় বেদে পল্লীর উপকারভোগী, জনপ্রতিনিধি, সংশ্লিস্ট কর্মকর্তাবৃন্ধ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করে।
বারবাজার ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আব্দুর রাজ্জাক সরকার ও উপসচিব মো. রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারে উপ-পরিচালক মো. ইয়ারুল ইসলাম, ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাবিবুল্লাহ, বারবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
উল্লেখ্য, মুজিব বর্ষে ভুমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের জনগনাথপুর গ্রামে প্রথমবারের মতো ভাসমান বেদে সম্প্রদায়ের জন্য ৫৯ টি ঘর তৈরি করা হয়েছে। এখানে ৫৯ টি পরিবারের প্রায় ৩০০ সদস্য এই স্বপ্ননীড় প্রাঙ্গনে একসাথে বসবাস করছে।
প্রত্যেক প্ররিবারকে ২ টি রুম, ১ টি রান্নাঘর তৈরি করে দেওয়া হয়েছে। একই সাথে এখানকার বেদে সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে মসজিদ, কবরস্থান, খেলার পার্ক তৈরি করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available