যশোর প্রতিনিধি: যশোরে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাসান সরদারকে গ্রেফতার করেছে (র্যাব-৬) যশোরের সদস্যরা। হাসান সরদার অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা।
২৩ মে মঙ্গলবার গভীর রাতে শহরের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।২৪ মে বুধবার রাতে র্যাব-৬ যশোরে কোম্পানি কমান্ডার লে. এম নাজিউর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
লে. এম নাজিউর রহমান জানান, ২০১৫ সালের ১৮ জুলাই অভয়নগর উপজেলার তালতলা এলাকার পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক এলাকায় একদল ডাকাত হানা দেয়। এ খবরে স্থানীয়রা একত্রিত হয়ে তাদেরকে ধাওয়া করে। এ সময় হাসান সরদারকে স্থানীয়রা একটি একনালা বন্দুকসহ আটক করে। এসময় ডাকাতদলের অন্যসদস্যরা হানিফ নামের এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাসানকে গণপিটুনি দিয়ে অভয়নগর থানায় সোপর্দ করে।
তিনি জানান, ১৭ মে এ মামলার রায়ে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন যশোরের অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস। দির্ঘদিন পলাতক থাকার বিষয়টি জানতে পেরে র্যাব তাকে ধরতে অভিযানে নামে।
তিনি আরও জানান, এছাড়াও হাসান আরেকটি মাদক মামলায় আট বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available