• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৩:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৩:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নেত্রকোণা ইউপি উপ-নির্বাচনে সংঘর্ষ, আহত ১০

২৫ মে ২০২৩ বিকাল ০৩:৪৮:২১

নেত্রকোণা ইউপি উপ-নির্বাচনে সংঘর্ষ, আহত ১০

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ চলাকালীন নৌকা প্রতীকের সমর্থকদের সাথে স্বতন্ত্র ৩ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। ২৫ মে বৃহস্পতিবার বেলা ১ টায় শ্রীপুর বালি কেন্দ্রের বাইরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকা প্রতীকের অন্তত ১০ জন সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বেলা ১ টায় একদল যুবক হঠাৎ করে কেন্দ্রের বাইরে ভোটারদের স্লিপ সরবরাহকারিদের ওপর হামলা চালায়। এতে স্বতন্ত্র ৩ প্রার্থীর লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। এসময় ২ পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে জড়ানো লোকজন লাঠিসোটা নিয়ে পরস্পরের বিরুদ্ধে হামলা চালায়। প্রায় আধাঘন্টা সংঘর্ষ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে মো. আব্দুর রহমান, ঢোল প্রতীক নিয়ে মো. নাসির উদ্দিন, আনারস প্রতীক নিয়ে খন্দকার আজিজুর রহমান, ঘোড়া প্রতীকে মো. দৌলত মিয়া অংশগ্রহণ করেন। এ ইউনিয়নে মোট ১০ টি ভোট কেন্দ্রে ১৬ হাজার ৯৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে ১৪৫ জন প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসাররা ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান সেলিম আজাদ সেলিম গত ১৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় এ ইউনিয়নে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫