• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৪:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৪:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবাবগঞ্জে রাতের নির্জনে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, আটক ৫

২৫ মে ২০২৩ সন্ধ্যা ০৬:৫২:২৮

নবাবগঞ্জে রাতের নির্জনে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, আটক ৫

নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: নবাবগঞ্জের টিকরপুরে ভ্রাম্যমান আদালতের এক অভিযান পরিচলিত হয়। ২৪ মে বুধবার রাত ১০ টায় এ অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

এ সময় অনুমোদন ছাড়া টিকরপুরের নির্জন স্থানে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা তৈরির অপরাধে ৫ জনকে আটক করা হয়। আটকদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আ. হালিম।

জানা যায়, ঢাকার নবাবগঞ্জের আগলা ইউনিয়নের টিকরপুর এলাকার একটি নির্জন স্থানে পুরাতন ব্যাটারি থেকে সীসা তৈরি করছিলো স্থানীয় একটি চক্র। ফলে আশপাশের লোকজন ভুগছিলেন কালোধোঁয়া, দুর্গন্ধসহ নানা সমস্যায়। ব্যাটারির বর্জ্য ফসলি জমিতে ফেলার ফলে নষ্ট হচ্ছিলো জমির উর্বরতা। স্থানীয়রা ভুগছিলেন কালোধোঁয়া, দুর্গন্ধসহ নানা সমস্যায়।

ম্যাজিস্ট্রেট আ. হালিম বলেন, টিকারপুরে একটি চক্র গোপনে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করে আসছিলো । রাতের বেলা নির্জন এলাকায় তারা এ কার্জক্রম পরিচালনা করতো। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনার সত্যতা পেয়ে একটি অভিযান পরিচালানা করি। অভিযানে ৫ জনকে আটক করা হয়। তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫