নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জের চাদখানা ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বৃহস্পতিবার সকাল ৮ টায় ভোটারদের ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ পর্যন্ত চলে। ২৪ মে বুধবার দিনভর ভোটকেন্দ্রেগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদিসহ প্রয়োজনীয় সংখ্যক জনবল।
ভোটাররা প্রথমবারের মতো এভিএম পদ্ধতিতে ভোট প্রদান করেছে। চাদখানার ১০ টি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, নৌকা প্রতীক নিয়ে মোস্তাফিজার রহমান জাদু মিয়া ভোট পেয়েছেন ৪৫০৯, অপর প্রার্থী দুই পাতা প্রতীক পেয়েছেন ৩৮৮০, লাঙ্গল প্রতীক ৩০৮২, আনারস প্রতীক ২৮৫২, ঘোড়া প্রতীক ৪৮৩, মোটরসাইকেল প্রতীক ১৮৭। ইউনিয়নের ২১২০৭ জন ভোটারের মধ্যে প্রাপ্ত ভোটের সংখ্যা ১৪৯৯৩ ।
নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মোস্তাফিজার রহমানকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available