• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৯:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৯:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

২৬ মে ২০২৩ সকাল ১১:৫৭:৩৬

পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় মেহেদী ইমাম নামে এক মৎসচাষীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার কাঁশোপাড়া ইউপির বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এঘটনায় প্রতিকার চেয়ে ২৪ মে বুধবার বিকেলে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী মৎসচাষী।

অভিযোগসূত্রে জানা গেছে, বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুল ইসলাম গংদের একটি ব্যাক্তি মালিকানাধীন পুকুর লিজ নিয়ে বেশ কিছুদিন থেকে মাছ চাষ করে আসছিলেন নওগাঁ সদর উপজেলার চকরাজবল্লভ গ্রামের মকছেদ আলী প্রামাণিকের ছেলে মেহেদী ইমাম। রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় চার লক্ষাধিক টাকার মাছ নিধন করায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তিনি ।

মেহেদী ইমাম জানান, গত ছয় মাস পূর্বে বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুল ইসলাম গংদের ব্যাক্তি মালিকানাধীন সাড়ে ৬ বিঘার একটি পুকুর ৪ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। ওই পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে পুকুর দেখাশুনা করে নিজ বাড়িতে ফিরে আসেন। এরপর বুধবার সকাল ১০ টার দিকে ওই পুকুরে গিয়ে দেখেন মরা মাছগুলো পানির ওপরে ভেসে উঠেছে। তার অনুপস্থিতিতে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

এ ব্যাপারে মান্দা থানার (ওসি) তদন্ত মেহেদী মাসুদ বলেন, বিষয়টি অবগত নয়। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫