ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার হওয়া ৩ বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়। পোস্টমর্টেমের পর একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২ জনের মরদেহ বিকৃত হওয়ার কারণে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে মরদেহ নিতে আসা নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে আকাশ বাতাস।
এরআগে গতকাল ২৪ মে বুধবার দুপুরে উপজেলার দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে র্যাব ও পুলিশের দুটি টিম। নিহতরা হলেন- ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগরপাড়ার মোহাম্মদ ইউছুফ, চৌফলদণ্ডী ইউনিয়নের রুবেল ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান সরকার।
মরদেহ শনাক্ত করতে আসা স্বজনরা হলেন- ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের সওদাগর পাড়ার মৃত কবির আহমদের ছেলে মো. ইউনুস ও তার নিখোঁজ বড় ভাই মোহাম্মদ ইউসুফের স্ত্রী শামসুন্নাহার, কক্সবাজার শহরের নুনিয়াছড়া থেকে নিখোঁজ ইমরানের পরিবার এবং চৌফলদন্ডি হায়দর পাড়া থেকে নিখোঁজ হওয়া জমির উদ্দিন রুবেলের মাতা ও বোন।
কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পোস্টমর্টেমের পর ২৫ মে বৃহস্পতিবার বিকেলে মরদেহটি তার ছোট ভাই ইউনুস ও ইউসুফের স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।
মোহাম্মদ ইউনুস জানায়, মরদেহের শরীরে তেমন মাংস নেই। মাথার অবস্থা ও ভালো নেই। তাই শনাক্ত করতে কষ্ট হয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে মোহাম্মদ ইউসুফের বড় বোন কুলছুমা আক্তার জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অত্যন্ত বেকায়দায় রয়েছে তার স্ত্রী ও তিন কন্যা সন্তান। তাদের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে অনিশ্চিত হয়ে উঠেছে।
ওই দিন রাতে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ময়দানে ইউসুফের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের ইমামতি করেন শিক্ষক ও ইমাম মারুফ অর রশিদ।
জানাজার নামাজের পূর্বে শোকাহত মুসল্লিরা হত্যাকারীদের উপযুক্ত বিচার দাবি জানায়। তাদের ব্যাপারে এলাকাবাসীদের সতর্ক থাকতে বলা হয়। একই সাথে অপহরণকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এসময় বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি ও মরহুমের ছোট ভাই মো. ইউনুস।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available