• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৫:২১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৫:২১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পীরগঞ্জে ৩ সাংবাদিকে প্রাণ নাশের হুমকি

২৬ মে ২০২৩ বিকাল ০৩:০০:৫৯

পীরগঞ্জে ৩ সাংবাদিকে প্রাণ নাশের হুমকি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন সাংবাদিককে প্রাণ নাশের হুমকি দিয়েছে এক ভূমিদস্যুর অনুসারিরা। এ ঘটনায় ২৪মে বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে সূত্রে জানা গেছে, উপজেলার সেনগাও এবং জাবরহাট ইউনিয়নে সরকারি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করা হচ্ছে। খবর পেয়ে বুধবার বিকেল ৩ টায় সেখানে  দৈনিক খবর পত্রের প্রতিনিধি মুনছুর আহম্মেদ, আবু তারেক বাঁধন ( দৈনিক আজকালের খবর) ও ফাইদুল ইসলাম (প্রতিদিনের সংবাদ) যান। এরপর সেখানে অবৈধ ভাবে পুকুর খননের কাজে ব্যাবহৃত ভ্যাকু মেশিনের ছবি ও ভিডিও ধারণ করেন। এ সময় ভূমিদস্যুর ভাড়াটে সন্ত্রাসী ইয়াকুক আলী ও মো. আব্দুর রশিদসহ অজ্ঞাত আরও ৫-৭ জন হাতে রাম দা, লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিল।

সূত্রে আরও জানা গেছে, ছবি তোলার এক পর্যায়ে ইয়াকুব আলী ঐ তিন সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে রাম দা দিয়ে কেটে ফেলার হুমকি প্রদান করে। এ সময় অন্যান্য সন্ত্রাসীরাও তার কথার সাথে তাল মিলাচ্ছিলেন। এমতাবস্থায় ঐ তিন সাংবাদিক সেখান থেকে ফিরে আসার সময় ইয়াকুব ও আব্দুর রশিদ তাদের পিছন থেকে ধাওয়া করে। পরে তাদের মুঠো ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় স্থানীয় ভবেশ চন্দ্র, খগেন্দ্র, নীল কুমারসহ আশে পাশের লোকজন এ গিয়ে আসলে  ইয়াকুব ও আব্দুর রশিদ পালিয়ে যায়।  ভাড়াটে সন্ত্রাসীরা বলে, কোথাও সুযোগ মত সাংবাদিকদের পাইলে রাম দা দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলবে। এ ঘটনায় সংবাদকর্মীরা আতংকিত।

এ ঘটনায় সাংবাদিক মুনছুর আহম্মেদ বাদী হয়ে বুধবার সন্ধায় ইয়াকুর আলী ও আব্দুর রশিদের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ৫ থেকে ৭ জনের নামে থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২