• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৩:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৩:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

৩ বন্ধুকে অপহরণ করে হত্যার ঘটনায় আরও ১ রোহিঙ্গা আটক

২৬ মে ২০২৩ বিকাল ০৪:১৩:৪১

৩ বন্ধুকে অপহরণ করে হত্যার ঘটনায় আরও ১ রোহিঙ্গা আটক

নাছির উদ্দীন রাজ, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: ৩ বন্ধুকে অপহরণ করে হত্যার ঘটনায় জড়িত আরও ১ রোহিঙ্গা যুবককে আটক করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। এর আগে ১ জনকে গ্রেফতার করেছিলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে নিয়ে অভিযান পরিচালনা করে ওই ৩ বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়।

আটকরা হলো- মুচনী রেজিস্ট্রার ক্যাম্পের এমআরসি নং ৬৩১১৫-এর আবু তাহেরের ছেলে শফি আলম প্রকাশ বেলাল (২৮) ও একই ক্যাম্পের এমআরসি ৩১৯০১-এর আব্দু মতলবের ছেলে আরাফাত (২২)।

২৫ মে বৃহস্পতিবার রাতে টেকনাফ মডেল থানার ওসি মোঃ আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৮ এপ্রিল টেকনাফ বাহার ছড়া ইউনিয়নের রাজার ছড়া ফরেস্ট অফিস এলাকায় এক বাড়িতে পাত্রী দেখার কথা বলে কক্সবাজার থেকে টেকনাফে নিয়ে আসেন কক্সবাজার সদরের নুনিয়ারছড়া এলাকার মোঃ ইব্রহীম শেখের ছেলে মোহাম্মদ ইমরান সরকার (২৭), চৌফলদন্ডী এলাকার রুবেল (৪০) ও ঈদগাঁ জালালাবাদ এলাকার মোহাম্মদ ইউছুফদের।

পাত্রীর সাথে দেখা না হলে ৩ বন্ধু বাড়ি ফেরার পথে পাহাড়ি অপহরণকারি চক্রের সদস্যরা তাদের অপহরণ করে। অপহরণকারিরা তাদের পাহাড়ে নিয়ে গিয়ে পরিবারে কাছ থেকে মুক্তিপণের জন্য দেড় কোটি টাকা দাবি করেন। পরিবারের সদস্যরা দিনমজুর হওয়ায় সে দাবিকৃত টাকা পরিশোধ করতে না পারায় তাদের হত্যা করে গহীন পাহাড়ে পুতে ফেলা হয়। স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নামে আইন শৃঙ্খলাবাহিনী। এঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করে। তাকে নিয়ে ২৪ মে বুধবার সকাল থেকে সন্ধা পর্যন্ত রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে দমদমিয়া গহীন পাহার থেকে অর্ধগলিত অবস্থায় ওই তিনজনের মরদেহগুলো উদ্ধার করা হয়। যেখানে তাদের উদ্ধারে র‌্যাব ও পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা এক সাথে কাজ করেছিল বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ আব্দুল হালিম জানান, অপহৃতদের পরিবারে আবেদনের ভিত্তিতে শফি আলম নামে এক রোহিঙ্গাকে আটক করে পুলিশ। আটক শফি গত ২৮ এপ্রিল নিহত রুবেলকে কোহিনূর নামক একজন মেয়েকে দেখার কথা বলে তাকে ডেকে আনেন বলে স্বীকার করেন।

তিনি আরও জানান, শফির দেয়া তথ্যের উপর ভিত্তি করে শফির ভাগিনা আরাফাতকে মুচনী রোহিঙ্গা ক্যাম্প হতে আটক করা হরে তাদের হেফাজত হতে নিহত রুবেলের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে। উক্ত ঘটনা নিয়ে আমাদের অভিযান চলমান রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫