ঠাকুরগাঁও প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার উপদেষ্টা ডা. এ জেড. এম জাহিদ হাসান বলেছেন, বিএনপি সেই দল যে দল জনগণের পাশে থাকে এবং জনগণেকে সাথে নিয়ে তাদের অধিকারের কথা বলে। বিএনপির আন্দোলন খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর আন্দোলন নয়। বিএনপির আন্দোলন জনগণের অধিকার ফিরিয়ে দেবার আন্দোলন।
২৬ মে শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজনে শহরের পাবলিক ক্লাব মাঠে ১০ দফা বাস্তবায়নে দাবিতে জনসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে না। গণতন্ত্র এবং আওয়ামী লীগ একসঙ্গে চলে না। আওয়ামী লীগ শুধু মুখে গণতন্ত্রের কথা বলে। সেজন্য তারা বাকশাল কায়েম করেছিলো।
সরকারে উন্নয়ন মিথ্যাচার দাবি করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সব সময় বলে তারা নাকি দেশে উন্নয়নের জোয়াড় করে দিয়েছে। আপনারা এমন উন্নয়ন করেছেন আজকে ডলার সংকটের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস আমদানি করা যাচ্ছে না। যার কারণেই আজকে দ্রব্যমূল্যের চরম ঊধ্বগতী।
আওয়ামী লীগের আমলে সব ধর্মের মানুষেল উপর নির্যাতন হয় উল্লেখ করে তিনি বলেন, এই সরকারে আমলে তাদের সন্ত্রাসী বাহিনী মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে। আজকে সংখ্যালঘুদের জায়ংগা দখল হয়, আর এগুলো করে এই আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা।
জনসমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, জেলা বিএনপি ভারপ্তাপ্ত সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, যুবদলের সভাপতি মো. মাহেবুল্লাহ চৌধুরী আবু নুর, দফতর সম্পাদক মামুনুর রশীদ মামুন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্রদলের সভাপতি মো. কায়েস আলী, পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিশ, মহিলাদলের সভানেত্রী ও সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available