মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যেখানে আমাদের ৪০লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা রয়েছে। আমাদের কোনও জেলে ভরবেন। পুরো দেশটাই তো জেলখানা হয়ে গেছে। তাই আমাদের মামলার ভয় দেখাবেন না, গুমের ভয় দেখাবেন না।
২৬ মে শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সময় কিন্তু ঘনিয়ে এসেছে। তাই আওয়ামী লীগ হামলা করলে তাদেরকে পাল্টা দৌড়ানি দেবেন। আওয়ামী নেতৃতাধীন কোনও সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, মিথ্যা মামলা, পুলিশী হয়রানিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available