নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ৪২ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। ২৬ মে শুক্রবার আটক করে ২৭ মে শনিবারে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন, জয়পুরহাট জেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত মফিজ দেওয়ানের ছেলে আল মাহমুদ দেওয়ান (৩০) এবং ধামইরহাট উপজেলার আজমপুর গ্রামের মৃত দফির উদ্দীনের ছেলে আব্দুল আলিম (৫৮)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানির অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার ইউসুফপুর ব্রীজের পাশে অভিযান পরিচালনা করে। এসময় ৪২ বোতল ফেন্সিডিল, ১টি মোটর সাইকেল, ১টি ইজি বাইক, ২টি মোবাইল, ২টি সিম কার্ডসহ তাদেরকে আটক করা হয়।
র্যাব-৫ জানান, আসামিরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ফেন্সিডিল অবৈধভাবে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available