রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের দ্বিতীয় ধাপে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
২৭ মে শনিবার দ্বিতীয় দফায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে রাঙামাটিতে সি-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৮৮ জন শিক্ষার্থী অংশ নেয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্ররসহ মোট তিনটি কেন্দ্রে এই পরীক্ষা একযোগে শুরু হয়। সর্বমোট তিন দফায় রাঙামাটিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার জানিয়েছেন, দ্বিতীয় ধাপে তিনটি কেন্দ্রে এই পরীক্ষা নেয়া হচ্ছে। আগামী ৩ জুন এ-ইউনিটে ৭ হাজার ৫২০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। এই তিনটি ইউনিটে সর্বমোট ১৯ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে ।
এদিকে, স্থানীয় হোটেল-মোটেলগুলোসহ যাত্রীবাহী যানবাহনগুলোতেও আগত পরীক্ষার্থী ও তাদের স্বজনদের জন্য ২০ শতাংশ মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট্যরা। রাঙামাটি শহরের বিভিন্ন মসজিদগুলোতে পরীক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থা করেছে মসজিদ কমিটি। অন্য দিকে জেলার রাজনৈতিক দলের ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকেও শিক্ষার্থীদের জন্য তথ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available