সিলেট প্রতিনিধি: কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সিলেটে বিভাগীয় খতমে নবুওয়ত এক মহাসমাবেশের আয়োজন করা হয়। ২৭ মে শনিবার দুপুর ১২ টায় ওলামা পরিষদ বাংলাদেশের ব্যানারে শুরু হয় এ মহাসমাবেশ।
এতে যোগ দিতে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর রেজিস্ট্রারি মাঠে ধর্মপ্রাণ মুসল্লীরা আসতে থাকে। এসময় কাদিয়ানীদের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা।
মিছিল নিয়ে সিলেট বিভাগের চার জেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা যোগ দেন। মহাসমাবেশ সভাপতিত্ব করছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ মাওলানা মুহসিন আহমদ।
সমাবেশকে কেন্দ্র করে দুপুর ১২ টার দিকে বন্দরবাজার, তালতলা, সুরমামার্কেট, জিতু মিয়া পয়েন্টসহ আশপাশের এলাকায় মহাসমাবেশের কারণে যানচলা বন্ধ হয়ে যায়। এসময় নগরীর প্রধান প্রধান সড়কেও যানজট সৃষ্টি হয়। সমাবেশে খতমে নবুওয়ত মহাসমাবেশ দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।
বক্তারা সম্প্রতি কাদিয়ানী ধর্মের অনুসারীরা সুনামগঞ্জে তাদের কাজ চালিয়ে যাচ্ছে দাবি করে বলেন, মসজিদের নামে একটি উপাসনালয়ও স্থাপন করেছে। সিলেটেও তাদের অপতৎপরতা শুরুর পাঁয়তারা করছে। কোনো অবস্থায় তাদের এ সুযোগ দেওয়া হবে না।
বক্তারা আরও বলেন, কাদিয়ানীরা মুসলিম পরিচয় দেওয়ার অধিকার রাখে না। মুসলমানদের ধর্মীয় শব্দাবলী ব্যবহারের তাদের অধিকার নেই। হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ধর্মের মতো কাদিয়ানী ধর্মমত হিসেবে তারা চলতে পারে।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন। যিনি এক ও অদ্বিতীয়। এটা যেভাবে মুসলমানদের মুল বিশ্বাসের অন্তর্ভুক্ত। ঠিক তেমনি আমাদের প্রিয় মুহাম্মদ রাসুলুল্লাহ (সঃ) সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। প্রিয় নবী (সঃ) এর পর আর কোনো নবী আসবেন না। এটাও মুসলমানদের মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত। এ ব্যাপারে কোনো মুসলমান যদি সামান্য পরিমাণ সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available