নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে চলছে তিন দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা ২০২৩। ২৭ মে শনিবার বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিকদের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় সর্বমোট ৮০টি স্টল রয়েছে। এ সব স্টলে সৈয়দপুরে তৈরি বিভিন্ন হালকা প্রকৌশল কারখানার রেলওয়ে কারখানার যন্ত্রাংশ, চিপস তৈরির যন্ত্রাংশ, পাটকলের যন্ত্রাংশ, ময়দা ও অটোরাইস মিলের যন্ত্রাংশ, চকলেট তৈরির মেশিন, সেমাই বানানো মেশিন, ডাল গুড়ার করার মেশিন, বেকারীর লাছা বানানোর মেশিন, পিনিয়াম কাটিং, খরকাটা মেশিনসহ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিভিন্ন পণ্য ও প্রযুক্তি স্থান পেয়েছে। মেলার স্টলগুলো প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলা ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত চলবে।
২৮ মে রোববার সকাল ১১ টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেলার দ্বিতীয় পর্বে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প উন্নয়ন নীতিমালা-২০২৩ এর অবহিতকরণ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় অবহিতকরণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী একেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রণালয়ের নির্বাহী কর্মকর্তা এসএম আনোয়ার হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সৈয়দপুর বিসিক শিল্প নগরীর কর্মকর্তা মসিউর রহমান, বাংলাদেশ ইন্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির পরিচালক মো. আবু হোসেন খোকন প্রমুখ। বাইশিমাস কেন্দ্রীয় কমিটির পরিচালক এবং সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি এরশাদ হোসেন পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানটি বিকেল ২ টায় শেষ হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available