নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ধানের উৎপাদন ভাল হওয়ায় এবার এক ছটাক চালও আমদানি করতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতার কারণে এটা সম্ভব হয়েছে। পর্যাপ্ত সার থাকার পর সার ব্যবসায়িরা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেছিল। পরে সার ব্যবসায়িদের নিয়ে বসে সমস্যা সমাধান করা হয়।
২৯ মে সোমবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ ও প্রাণিসম্পদ অফিস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা -২০২৩ ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ এবং প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের’ আওতায় ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে এসময় নিয়ামতপুর উপেজলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে খাদ্যমন্ত্রী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে ভেড়া বিতরণ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সহায়তা করেন।
পরে খাদ্যমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি মেলা ২০২৩-এর উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available