যশোর প্রতিনিধি: বেনাপোল সীমান্তে চেকপোস্ট থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়ছে। ২৯ মে সোমবার সকালে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে ৩ বাংলাদেশী যাত্রীর পায়ুপথ থেকে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বেনাপোল কাষ্টমস গোয়েন্দা শাখার কর্মকর্তারা। এ সময় রনি আহম্মেদ (৪৪), মো. হাবিব (৩৭) এবং মহিউদ্দিন (৩৬) কে আটক করা হয়।
বেনাপোল চেকপোস্ট সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ৩ বাংলাদেশী যাত্রী বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে প্রবেশ করেন। ইমিগ্রেশনে তাদের চলাফেরা এবং গতিবিধি সন্দেহজনক হলে ডিউটিরত কাষ্টমস গোয়েন্দা শাখার কর্মকর্তারা ঐ ৩ যাত্রীকে তল্লাশী করেন।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার কর্মকর্তা আব্দুর রহিম (কাস্টমস সুপার) এসময় তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ঔষধ খাইয়ে ৩ বাংলাদেশী যাত্রীর পায়ুপথ থেকে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় তাদেরকে গ্রেফতার দেখানো হয়।
আসামী ৩ বাংলাদেশী যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available