• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৩:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৩:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ধান কাটতে এসে খুন, ১৫ ঘন্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

২৯ মে ২০২৩ সন্ধ্যা ০৭:৪৭:৪১

ধান কাটতে এসে খুন, ১৫ ঘন্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে হেলাচিয়া গ্রামে ধান কাটতে এসে অপর কৃষি শ্রমিকের হাতে খুন হন আজিদ প্রামাণিক। এ হত্যাকাণ্ডের ১৫ ঘন্টার মধ্যে অভিযুক্ত সোহেল রানাকে রাজশাহী জেলার বাঘা উপজেলার কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

২৯ মে সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার গোলাম আজাদ খান।

গ্রেফতার মো. সোহেল রানা রাজশাহী জেলার বাঘা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। নিহত আজিদ প্রামানিক নাটোর জেলার সিংড়া উপজেলার লালোর গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত ২৩ মে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় থেকে হরিরামপুর উপজেলার হেলাচিয়া গ্রামের লাভলু মিয়া তার খেতে ধান কাটাসহ অন্যান্য কাজের জন্য দৈনিক ৫০০ টাকা মজুরিতে সোহেল রানা ও আজিদ প্রামানিককে বাড়ি নিয়ে যান। তাদের দু’জনের পরিচয় ওই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকাতেই। ২৮ মে সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চালা ইউনিয়নের নারীকাটি গ্রামে লাভলু মিয়ার ধানী জমিতে তারা ধানের খড় শুকানোর জন্য যায়। কিছু সময় কাজ করার পর গাঁজা সেবন করা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে আজিদ সোহেল রানাকে অকথ্য ভাষায় গালি দেয়। তখন সোহেল উত্তেজিত হয়ে তার হাতে থাকা কারাইল (ধানের খড় শুকানোর জন্য বাঁশের তৈরি লাঠি) দিয়ে আজিদকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তার মৃত্যু হয়। এ ঘটনার পর সোহেল ঘটনাস্থল থেকে নিজ এলাকায় আত্মগোপনে চলে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ভোর ৪ টার দিকে গ্রামের বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেফতার করে ডিবি।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, ‘এই হত্যাকাণ্ডের ঘটনায় হরিরামপুর থানায় নিহতের বাবা আব্দুল কাদের প্রামানিক বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতার সোহেল রানাকে ফোজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০