ফিরোজ মোস্তফা, বরিশাল ব্যুরো: ‘সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে অতিরিক্ত মাত্রার ট্যাক্স বসিয়ে দিয়ে। নির্বাচিত হতে পারলে হোল্ডিং ট্যাক্স মানুষের সহনীয় পর্যায়ে করা হবে’। ২৯ মে রোববার বরিশাল মহানগর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নগরীর কাউনিয়া মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন, আওয়ামী লীগ মনোনীত বিসিসি নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
তিনি আরও বলেন, একটি আধুনিক সমৃদ্ধশালী মহানগরী গড়তে পরিকল্পিত নগরায়ণের দৃষ্টান্ত হিসেবে নতুন বরিশালকে সারা দেশের মধ্যে ফুটিয়ে তুলতে চাই। আমি নির্বাচিত হলে নাগরিকদের জন্য ২৪ ঘন্টা পানি-বিদ্যুৎ সুবিদা প্রদান করতে চাই। শতভাগ চেষ্টা করতে চাই একটি উন্নত, আধুনিক এবং সমৃদ্ধশালী নগরী গড়ে তুলতে। নতুন বরিশাল গড়তে, আপনাদের পাশে থাকতে এবং আপনাদের সেবা করতে নৌকা মার্কায় ভোট চাই।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল হক হারুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্না, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এ্যাড. বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আফজালুল করীম, সহ-সভাপতি এ্যাড. কেবিএস আহমেদ কবির, বাংলাদেশ বার কাউন্সিল হাউস কমিটির চেয়ারম্যান এ্যাড. আনিছ উদ্দিন আহমেদ শহীদ, জাতীয় পার্টি (জেপি) বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক জাকির হোসেন সুলতান, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান খান, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য অসীম দেওয়ান, বরিশাল বিএম কলেজ বাকসুর সাবেক ভিপি মো. মঈন তুষারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available