মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জায়গা সম্পত্তির জেরধরে হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আইঠাদি পাঁচআনী গ্রামে। এবিষয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ছবুর আলী দেওয়ানের ছেলে আব্দুল হালিম দেওয়ান। আহতরা হলো- বাদী আব্দুল হালিম দেওয়ান ও তার স্ত্রী রেখা বেগম।
বিবাধীরা হলো মৃত- বাদল দেওয়ানের ছেলে মো. নয়ন দেওয়ান, মৃত- সুরুজ দেওয়ানের ছেলে বিল্লাল দেওয়ান, বাদল দেওয়ানের স্ত্রী লাকী বেগম, সিরাজ দেওয়ানের স্ত্রী বিউটি ও সুরুজ দেওয়ানের মেয়ে শামীমা আক্তার।
জানা যায়, আব্দুল হালিমের বিবাদীদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। সেই কারনে বিবাদীর প্রায় সময়ই হালিম দেওয়ানকে মারধরের ও হুমকি দিয়ে আসছে। এ ভয়ে আব্দুল হালিম দেওয়ান আত্মরক্ষার জন্য গত ২১ মে চাঁদপুর কোর্টে ফো: কা: বি: ১০৭/১১৭ (সি) ধারায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলার নোটিশ বাড়িতে আসার পর বিবাদীরা আরো বেশি ক্ষিপ্ত হয়। তারই জেরধরে ২৮ মে রবিবার সকালে বিবাধীরা লাঠি সোটা নিয়ে বাদীর ঘরে প্রবেশ করে হালিম ও তার স্ত্রী রেখাকে এলোপাতাড়ি মারধর করে।
ঘরের আসবাবপত্র ভাংচুর করে নগদ অর্থ ও স্বর্নালংকার নিয়ে যায়। এতে কমপক্ষে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ভিকটিমের ডাকচিৎকারে স্থানীরা এগিয়ে এলে বাদীকে মেরে লাশ ঘুম করে ফেলবে বলে চলে যায়। এতে তারা গুরতর আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে বাদী আব্দুল হালিম দেওয়ান বলেন, বিবাদীদের সাথে জমি নিয়ে বিরোধ আছে। তারা সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা আমাকে হত্যার জন্য কয়েকবার চেষ্টা করছে। তাই আমি কোর্টে মামলা করি। মামলার নোটিশ আসায় তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে। আমি এই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে বাড়ীতে গিয়ে বিবাদীদের পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available