মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে নিরাপদ আনারস চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মধুপুরের আনারসের ঐতিহ্য থাকলেও অনিরাপদ পদ্দতিতে চাষ ও পরিবহণের কারণে এর সুনাম হারিয়ে যেতে বসেছিলো। এমন সময় কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ সভার আয়োজন করে। আনারসকে বিশ্বব্যাপী অধিক জনপ্রিয় করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
২৯ মে সোমবার উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আক্তার রিভা, উত্তর সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ইদিলপুর আনরস সমিতির সভাপতি একে ফজলুল হক, বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক ছানোয়ার হোসেন, গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, মহিষমারা ইউ পি চেয়ারম্যান মহির উদ্দিন, কৃষক জামাল হোসেন, আবুল কালাম আজাদ, বীজ ডিলার ইদ্রিছ আলী কাজল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিষমুক্ত আনারস চাষ করতে হলে কৃষকদের সচেতন হতে হবে। আনারস প্রক্রিয়াজাতকরণ, রিসার্চ ইনস্টিটিউট, হিমাগার, আনারস গবেষণাগার স্থাপন জরুরি। কৃষক, কৃষি বিভাগ, প্রশাসনসহ সকলে মিলে মধুপুরের আনারসের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করতে হবে। নিরাপদ আনারস কর্ণার, অনুমোদনহীন কোম্পানিকে জরিমানা, মানহীন ঔষধ পরিহার, কৃষকদের বিভিন্ন ঔষধ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ আনারস চাষ করতে পারলে ধীরে ধীরে মধুপুরের আনারসের ঐতিহ্য ফিরে আসবে এমনটাই ভাবছেন সচেতনমহল। সভায় সরকারী বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, কৃষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available