পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপার রতনদী গ্রামের চাঞ্চল্যকর সাজেদা বেগম হত্যা মামলায় নিহতের সতিন ফজিলাতুন্নেছা ও তার ভাই বশির উদ্দিন খলীফাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। মামলার অপর ২ আসামী নিহতের ভাশুরের ছেলে বশির হাওলাদার ও চাচাতো জা মনোয়ারা বেগমকে বেখসুর খালাস দেয়া হয়েছে। ৩০ মে মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনামুল হক এ আদেশ প্রদান করেন।
দীর্ঘ একযুগ পরে এ মামলার রায়ের আদেশে আংশিক প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের ভাই কামরুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর রাতে গলাচিপা উপজেলার রতনদী গ্রামের নয়া মিয়ার প্রথম স্ত্রী সাজেদা বেগমকে দ্বিতীয় স্ত্রী ফজিলাতুন্নেছা ও তার ভাই বশির উদ্দিন শ্বাসরোধে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেয়। পরদিন সকালে পুকুরে ডুবে মৃত্যুর অপপ্রচার চালায় তারা। প্রাথমিকভাবে এ ঘটনায় নয়া মিয়া গলাচিপা থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। কিন্তু নিহতের ভাই কামরুল ইসলামের সন্দেহ হলে ময়না তদন্তের রিপোর্ট আসার পর একই বছর ৩০ সেপ্টেম্বর ৫ জনকে আসামি করে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available