নোয়াখালী প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। ৩০ মে মঙ্গলবার সকালে আমিরাতের শারজাহ শহরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে যানা গেছে। এ সময় ওই ৩ বাংলাদেশী ঘুমন্ত অবস্থায় ছিলেন। তাদের সবার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস।
নিহত ৩ জন হলেন, সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পলতি তারাবাড়ীয়া গ্রামের মো. ইউসুফ (৪৩), তারেক হোসেন বাদল (৪০) এবং মো. রাসেল (৩০)।
নিহতদের পরিবার জানায়, মঙ্গলবার সকাল ৭ টায় তিনজনের পরিবার অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পারে। পরে বেলা ১১ টায় নিহত ইউসুফের ছোট ভাই ইমরান হোসেন আবুধাবি থেকে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। এ সময় নিহত ৩ পরিবারে শোকের ছায়া নেমে আসে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ৩ প্রবাসী নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবার বা স্বজনরা কেউ পুলিশকে অবহিত করেনি। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জেনেছি। আমিরাতে অবস্থানরত নিহত ব্যক্তিদের স্বজনেরা দূতাবাসের মাধ্যমে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে যানতে পেরেছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available