মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে র্যাবের এক সদস্য গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় র্যাবের ছোড়া গুলিতে হামলাকারী সাঈদ আনোয়ার সু্ইট (২৭) গুলিবিদ্ধ হন। পরে তাঁকে আটক করে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ মে মঙ্গলবার বিকেল পৌনে ৪ টায় হাড়াভাঙ্গা গ্রামের বাগানপাড়ার মাঠ নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত র্যাবের উপ-পরিদর্শক উত্তম কুমার র্যাব-১২ সিপিসি মেহেরপুর ক্যাম্পে কর্মরত এবং আহত হামলাকারী সাঈদ আনোয়ার সু্ইট হাড়াভাঙ্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে। সে দেড় বছর আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছে।
স্থানীয়রা জানান, বিকেল পৌনে ৪ টায় র্যাব-১২, সিপিসি মেহেরপুর ক্যাম্পের একটি টিম উপ-পরিদর্শক উত্তম কুমারের নেতৃত্বে বাগানপাড়া এলাকার ভিটের মাঠে অভিযান চালায়। এ সময় হামলাকারী সাঈদ একটি ধারালো হাসুয়া (কাঁচি) দিয়ে উপ-পরিদর্শক উত্তম কুমারের মাথায় ও পিঠে উপর্যুপুরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে অন্য র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে সাঈদ আনোয়ারের উপর গুলি চালায়। তার দুপায়ে এবং হাতে মোট ৪ টি গুলিবিদ্ধ হয়। পরে আহত অবস্থায় সাঈদকে গ্রেফতার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম হুসাইন বলেন, ঘটনার সময় র্যাবের পক্ষ থেকে কমপক্ষে ৯ রাউন্ড গুলি করা হয়েছে বলে আমি শুনেছি। সুইটের দুই পায়ে ও হাতে ৪টি গুলি লেগেছে।
র্যাব-১২ এর সিপিসি মেহেরপুর ক্যাম্প কমান্ডার ও সিনিয়র এএসপি গোলাম ফারুক জানায়, ফেনসিডিলের একটি চালান বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে র্যাব-১২ এর একটি টিম অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় সাঈদ। এসময় উপ-পরিদর্শক উত্তম কুমার গুরতর আহত হয়। পরে র্যাব আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছুড়লে সাঈদ গুলিবিদ্ধ হয়। এ সময় তাকে ফেনসিডিলসহ আটক করা হয়।
গুলিবিদ্ধ সাঈদ আনোয়ার সুইট এবং র্যাবের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার দুজনকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available