জুলিয়া পারভেজ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘তামাক নয় ফসল ফলান’ এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাকে তামাক চাষ মুক্ত ঘোষণা দিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়।
৩১ মে বুধবার সকাল ১১ টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান, থানা (ওসি) তদন্ত মো. লুৎফর রহমান, শিক্ষা অফিসার এমজি ইজদানী, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম প্রামানিক, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক টুকুসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আগামী বছর থেকে ভূঞাপুরে আর কোন জমিতে তামাক চাষ হবে না। এবিষয়ে আমরা কৃষকদের সাথে আলোচনা করবো।
আলোচনা শেষে উপজেলা চত্বরে র্যালি বের করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available