• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৫:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৫:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাছে থেকে ধোঁয়া: অলৌকিক ভেবে উৎসুক জনতার ভীড়

১ জুন ২০২৩ দুপুর ১২:৪০:৪৮

গাছে থেকে ধোঁয়া: অলৌকিক ভেবে উৎসুক জনতার ভীড়

মো. আল আমিন, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: গাছের গোড়া থেকে ধোঁয়া বের হচ্ছে। এই দৃশ্য দেখার জন্য শত শত উৎসুক দর্শনার্থীরা ভীড় করছেন। যদিও ক্যামেরায় ধোঁয়া বের হওয়ার দৃশ্য ধারণ করা যায়নি। তবে খালি চোখে ঠিকই দেখা যাচ্ছে ধোঁয়ার দৃশ্য। আগরবাতি জ্বালালে যেমনভাবে ধোঁয়া বের হয়, তেমনিভাবে  চার থেকে পাঁচদিন ধরেই বের হচ্ছে এমন ধোঁয়া। এ নিয়ে এলাকায় অলৌকিক ঘটনা বলে মনে করছেন অনেকেই।

লাল সালু কাপড় বেঁধে দেওয়া হয়েছে গাছের গোঁড়াতে। চারপাশে বাঁশ দিয়ে অস্থায়ী বেড়াও দেওয়া হয়েছে। গাছের গোড়াতেই ছড়িয়ে ছিটিয়ে আছে নগদ টাকা, বিভিন্ন উপঢৌকন, মানতের জিনিস, মোমবাতি, আগরবাতিসহ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সকল সরঞ্জাম।

এ ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বুড়িকান্দা গ্রামে লাল ফকিরের বাড়ির সামনে। এই বাড়ির বর্তমান তিনজন সদস্য রয়েছে, তারা সবাই পাগল ফকির এমনটাই বলছিলেন স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দীন।

তিনি জানান, গাছটির চারপাশে বেড়া দিয়ে সাইনবোর্ড আকারে কাগজ টানিয়ে দিয়েছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি।

সরারচর বাজার থেকে এক কিলোমিটার দূরে রাস্তার পাশেই রয়েছে এ গাছটি। গাছটির গোড়ায় মাশরুমের মতো দেখতে এক ধরণের কন্দ রয়েছে, যা দিয়েই মূলত ধোঁয়া বের হচ্ছে।

স্থানীয় একজন কিশোর জানান, দিনের চেয়ে রাতে বেশি ধোঁয়া বের হতে দেখা যায়। প্রতিদিন শত শত মানুষ এক নজর দেখতে আসছে গাছটিকে। তারা ভাবছেন এটি অলৌকিক ব্যাপার।

সরারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন এশিয়ান টিভি অনলাইন প্রতিনিধিকে জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখনো ঘটনাস্থলে যাননি। তিনি এটিও নিশ্চিত করেন গাছটি যে বাড়ির আঙিনায় তারা তিন ভাই পাগল ফকির।

কেউ কেউ ভাবছেন এটি হয়তোবা নতুন করে মাজার তৈরি করার কোনো কৌশল । তবে গাছ থেকে ধোঁয়া বের হয় এটি সত্য। আর এটির বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। অলৌকিক মনে করার কিছুই নেই এমনটিই বলছেন অনেকেই।

এ বিষয়টির ব্যাখ্যা জানতে উপজেলা কৃষি অফিসার আশরাফুল ইসলামকে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়টি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। খবর নিয়ে দেখছি ব্যাপারটা আসলে কি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০