বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে ভূল অপারেশনে হোসেন আলী (২৮) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এর আগেও ক্লিনিকটিতে ভূল অপারেশনে এমন ক’জন রোগীর মৃত্যুর হয়েছে বলে জানা গেছে।
১ জুন বৃহস্পতিবার রাতে রোগী হোসেন আলীকে অপারেশন করানোর হয়। ২ জুন শুক্রবার ভোরে রোগীর অবস্থা অবনতি হয়ে মৃত্যু হয়। হোসেন আলীর এনায়েতপুর থানার রূপসী গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে।
রোগীর স্বজনেরা অভিযোগ করে জানান, কিডনি জনিত সমস্যা হলে রোগীকে বেলকুচির বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর হাসপাতালে ডাক্তার নাজমুল হক বিপ্লব আপরেশন করে। কোনো পরীক্ষা করা ছাড়াই অপারেশন করার ফলে এমন মৃত্যু হয়েছে। রোগীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল থেকে মালিক পালিয়ে গেছে।
এ বিষয়ে বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে পরিচালক আব্দুর রহমান ও অভিযুক্ত ডাক্তারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
বেলকুচি উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম জানান, আমি যতোটুকু জানতে পেরেছি, তা হলো অপারেশনের সময় কিডনি ফেইল হবার কারণে রোগীর মৃত্যু হয়েছে। ভূল চিকিৎসা কি না তা বোঝা কঠিন।
এ বিষয় জেলা সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, আমি এবিষয়ে এখনো জানি না। এ সকল বিষয় দেখভাল করেন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তবে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available