• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:১৫:০১ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:১৫:০১ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেট থেকে হজ ফ্লাইটের উদ্বোধন

৩ জুন ২০২৩ বিকাল ০৫:০৪:৫৮

সিলেট থেকে হজ ফ্লাইটের উদ্বোধন

সিলেট প্রতিনিধি: সিলেট থেকে ৩৪৬ জন হজযাত্রী নিয়ে ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বিজি ৩৪৩১ ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছে। ৩ জুন শনিবার সকাল ১১ টা ৫৪ মিনিটে ৩৪৬ জন হজযাত্রী নিয়ে ছেড়ে যাওয়া ফ্লাইটটি মদিনা পৌঁছাবে স্থানীয় সময় বিকেল ৪ টা ১০ মিনিটে।

এ বছর সিলেট-জেদ্দা রুটে ৫ টি এবং সিলেট-মদিনা রুটে ১ টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

এ উপলক্ষে ৩ জুন শনিবার সকালে সিলেট থেকে ডেডিকেটেড হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে হজযাত্রীদের পাশাপাশি বিমান, সিভিল এভিয়েশন, হাব ও আটাবের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর ১,২২,২২১ জন বাংলাদেশি হজ পালনের উদ্দ্যেশ্যে সৌদি আরব যাবেন। এরমধ্যে বিমান ৬১,১১১ জন হজযাত্রী পরিবহন করবে। প্রি-হজে মোট ১৬২টি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ বছর হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআরের পাশাপাশি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ব্যবহৃত হচ্ছে। বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে আগামী ২২ শে জুন ২০২৩ তারিখ।
বিমান ২০১৮ সালে ৬২,৭৯৬ জন, ২০১৯ সালে ৬৬,২৮৬ জন ও ২০২২ সালে ৩০,৩৬১ জন হজযাত্রী পরিবহন করেছিলো। ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে বাংলাদেশ থেকে হজযাত্রা বন্ধ ছিলো। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬