• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৬:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৬:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গোমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

৪ জুন ২০২৩ দুপুর ১২:২৬:৩৭

গোমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বারে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় মো. রাব্বী (১৩) নামে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী। ৪ জুন রবিবার সকাল ৭ টায় নিখোঁজের ৯ ঘণ্টা পর উপজেলার হামলাবাড়ী এলাকায় গোমতী নদী থেকে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিখোঁজ রাব্বী দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের ইলেকট্রেশিয়ান মো. শাহিন মিয়ার ছেলে এবং দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

গত ৩ জুন শনিবার দুপুরে দেবীদ্বার পৌর হামলাবাড়ি এলাকার গোমতী নদীর অংশে নিখোজ হয় রাব্বি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল তাকে উদ্ধারে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালায়। কিন্তু এসময় তার সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, ৪ জন বন্ধু মিলে নদীতে গোসল করার সময় ৩ জন উপরে উঠে এলেও নিখোঁজ হন রাব্বি। পরে মুরাদনগরের ফায়ার সার্ভিস কর্মীরা এসে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা বিকেল সাড়ে পাঁচটা থেকে ২ ঘন্টা অনুসন্ধান চালায়।

মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল হুদা জানান, প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়েও তারা নিখোঁজের কোনো সন্ধান পায়নি। পরে রাত ৮ টায় তারা ঘটনাস্থল ত্যাগ করে। রোববার সকাল ৮ টাকা থেকে তাদের পূনরায় আবার অভিযান পরিচালনা করার কথা ছিলো।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, সকাল ৭ টায় নিখোঁজ রাব্বীর মরদেহ ভেসে ওঠে। পরে তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫