কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: শেখ হাসিনার বাংলাদেশ, পরিচ্ছন্ন পরিবেশ- এ শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উদযাপন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’।
৫ জুন সোমবার সকাল ৭ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত হয়।
দিবসটি পালনে কর্মসূচীর মধ্যে ছিলো পরিচ্ছন্নতা অভিযান, বর্ণাঢ্য র্যালি ও পথসভা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউট, শিক্ষক-শিক্ষার্থী, কসবা প্রেসক্লাব নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলরগণ, দলীয় নেতৃবৃন্দ ও সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শুরুতে দিবসটি উদযাপনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর শহরে বিজনা নদীর উপর অবস্থিত মরহুম এডভোকেট সিরাজুল হক সেতু পর্যন্ত সকলের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এরপর স্বাধীনতা চত্বরে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরি করতে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভুমি) সনজিব সরকার, পৌর কাউন্সিলর আবু জাহের, দমকল বাহিনীর লিডার খালিদ আবদুল্লাহ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সারোয়ার আহাম্মদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available