সজীব আহমেদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে উদ্বোধন করা হয়েছে আমার আদালত মোবাইল অ্যাপের। বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের যে কোন মামলার সর্বশেষ অবস্থা এখন থেকে জানা যাবে আমার আদালত মোবাইল অ্যাপের মাধ্যমে।
বিচার প্রার্থীরা চাইলেই অনলাইনে জানতে পারবেন দৈনন্দিন মামলার কার্যতালিকা। এ জন্য চালু করা হয়েছে জুডিশিয়াল মনিটরিং ড্যাসবোর্ড। কোন নির্দিষ্ট কার্যদিবসে আদালতে বিচারাধীন মামলার তালিকা সংশ্লিষ্ট যে কেউ আমার আদালত মোবাইল অ্যাপের মাধ্যমে বিনামূল্যে জানতে পারবেন। পাবেন সর্বশেষ হালনাগাদ তথ্য।
চালু হওয়া অ্যাপটি ব্যবহার করলে বিচার প্রার্থীদের ভোগান্তি অনেকটাই কমে যাবে। চাইলে ঘরে বসেই অনেক সেবা গ্রহণ করা যাবে।
আমার আদালত অ্যাপটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে জানিয়েছেন, আমতলীর প্রবীন আইনজীবি এ্য়াড. এম এ কাদের মিয়া ।
কথা হয় আমতলী সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতের বিচারক মো. আরিফুর রহমানের সাথে। তিনি বলেন, আমার আদালত অ্যাপ চালু হওয়ায় মামলার নিষ্পত্তির ক্ষেত্রে গতি আসবে। বিচার প্রার্থীদের দূর্ভোগ কিছুটা হলেও কমবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available