ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। কাঠফাটা রোদে অতিষ্ঠ জনজীবন। প্রায় পাঁচ দশকের রেকর্ড ভেঙেছে এবারের গরম। তাই প্রশান্তির বৃষ্টির জন্য ঠাকুরগাঁওয়ে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।
৫ জুন সোমবার সকাল ১১টায় ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকার দারুস সালাম কওমি মাদরাসা প্রাঙ্গণে এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়।
বিশেষ এ নামাজে ওই মাদরাসার শিক্ষক শিক্ষার্থীসহ প্রায় হাজারো মুসল্লী অংশগ্রহণ করেন।
নামাজে ইমামতি করেন শহরের ইসলামবাগ জামে মসজিদের ইমাম হারুনুর রশিদ। নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে দোয়া পরিচালনা করেন তিনি।
এ বিষয়ে ইমাম হারুনুর রশিদ বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর এই চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসকা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available