• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

এমপি মুকুলকে হত্যার হুমকি, প্রতিবাদে বিক্ষোভ

৫ জুন ২০২৩ সন্ধ্যা ০৭:৪৬:২৬

এমপি মুকুলকে হত্যার হুমকি, প্রতিবাদে বিক্ষোভ

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি (বহিষ্কৃত) আলাউদ্দিন সরদারের বিরুদ্ধে।

গত শনিবার ভার্চ্যুয়ালি তিনি এই হুমকি দেন। ইতোমধ্যে হুমকির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এমপিকে হত্যার হুমকির প্রতিবাদে ৫ জুন সোমবার বিকালে দৌলতখান উপজেলায় হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমান টিপুর নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান, চরপাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাইসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় দলীয় নেতা-কর্মীরা প্রশাসনের কাছে পক্ষিয়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা আলাউদ্দিন সরদারের শাস্তির দাবি জানান।

এ প্রসঙ্গে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা বলেন, এমপিকে হত্যার হুমকি, এলাকায় উত্তেজনা ছড়ানো ও দাঙ্গা সংঘটিত করার অভিযোগে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান আল বলকেয়া বাদী হয়ে আজ সোমবার থানায় এ মামলা দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫