• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫০:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫০:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিগঞ্জ হাসপাতালে নেই কুকুর, বিড়াল ও সাপের কাটা রোগীর ভ্যাকসিন

৫ জুন ২০২৩ রাত ০৮:২৭:২৬

কালিগঞ্জ হাসপাতালে নেই কুকুর, বিড়াল ও সাপের কাটা রোগীর ভ্যাকসিন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে কুকুর-বিড়ালে কামড়ের প্রতিষেধকের (ভ্যাকসিন) সংকট দেখা দিয়েছে। সম্প্রতি একজন কুকুরের কামড়ে আহত হয়ে কালিগঞ্জ সরকারি হাসপাতালে গেলে তাকে ভ্যাকসিন নেয়ার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে যেতে বলা হয়।

কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা জানান, ২০২২ সালের ৬ নভেম্বর কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে থেকে ১১৬ টি এবং ২৮ নভেম্বর  মহাখালী ঢাকা থেকে সরকারিভাবে ৩০০ টি কুকুরে কামড়ানোর ভ্যাকসিন (র‍্যাবিক্স ভিসি) কালীগঞ্জ হাসপাতালে আসে। ২০২৩ সালের ১ ফেব্রুয়ারী থেকে কালিগঞ্জ হাসপাতালে সবধরনের কুকুরে কামড়ানোর ভ্যাকসিন শেষ হয়ে গিয়েছে।

তবে কুকুরে কামড়ানো রোগীর গভীর ক্ষতের জন্য ৫০ টি র‍্যাবিক্স আই জি ভ্যাকসিনের মধ্যে স্টকে এখনো ৪৬ টি ভ্যাকসিন রয়ে গেছে । অন্যদিকে হাসপাতালে সাপে কাঁটা রোগীর জন্য এন্টিভেনম ভ্যাকসিন ২০ টি থাকলেও শেষ হয়ে গেছে এগুলোর মেয়াদ।

কথা হয় চাপালি গ্রামের সোলেমান হোসেনের সাথে। তিনি জানান, কয়েকদিন আগে আমার হাতে বিড়াল আঁচড় দিয়েছিলো। আমি ভ্যাকসিনের জন্য কালীগঞ্জ হাসপাতালে গেলে হাসপাতাল থেকে আমাকে জানানো হয় তাদের কাছে কুকুর-বিড়ালে কামড়ানোর ভ্যাকসিন নেই। পরে বাধ্য হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে গিয়ে ভ্যকসিন নিতে হয়েছে।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, উপজেলা পরিষদ কার্যালয় থেকে কিছু ভ্যাকসিন আমাদেরকে দেয়া হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে কয়েকজন সেগুলো আনতে গেছে। আজ থেকেই কুকুর-বিড়ালে কামড়ানোর ভ্যাকসিন কালিগঞ্জ হাসপাতালে পাওয়া যাবে।

সম্প্রতি পাগলা কুকুরের উপদ্রব বেড়েছে কালিগঞ্জ শহরে। কুকুর-বিড়ালের উপদ্রবের কথা স্বীকার করে পৌরসভা কর্তৃপক্ষ বলছে, উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে পাগলা কুকুর নিধন করা যাচ্ছে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০