বাদশাহ ওসমানী, রংপুর ব্যুরো প্রধান: রংপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠির সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করনে দু’দিনব্যাপী মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ। ৫ জুন সোমবার নগরীর সিটি উচ্চ বিদ্যালয় মাঠে চিকিৎসাসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, ডেপুটি সিভিল সার্জন ডা. রুহুল আমিন।
স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ারের (আরবান হেলথ কার্যক্রম) সহযোগিতায় রংপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ১০টি মেডিকেল টিম রংপুর নগরীর আলমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শালবন শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যালয়, কামাল কাছনা মোসলেম উদ্দিন স্কুল, রংপুর সিটি উচ্চ বিদ্যালয়, মরিয়মনেছা উচ্চ বিদ্যালয়, রামপুরা উচ্চ বিদ্যালয় ও তাজহাট পাটবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। প্রতিটি ক্যাম্পে ৩ জন মেডিকেল অফিসার, ৩ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ৩ জন সার্পোট স্টাফ এ সেবা প্রদান করেন। এতে নগরীর দুই হাজারেরও বেশি মানুষ স্বাস্থ্যসেবা পান।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের সর্বস্তরের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে বদ্ধ পরিকর এবং তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করছেন। এ লক্ষ্যে সমাজের পিছিয়ে থাকা বস্তি, কলোনীসহ ঘন বসতিপূর্ণ এলাকায় আমাদের মেডিকেল টিমের মাধ্যমে শিশু, বৃদ্ধসহ নানা বয়সী মানুষের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ দিয়েছি। এতে করে যারা অর্থের অভাবে কিংবা যাতায়াতের কারণে চিকিৎসাসেবা নিতে হাসপাতালে আসতে পারে না তারা ঘরের পার্শ্বে স্বাস্থ্য সেবা পেয়েছে।
তিনি আরও বলেন, অনেক জটিল রোগীদের আমরা হাসপাতালে যাওয়ার পরামর্শ ও অস্ত্রপ্রচারের ব্যবস্থা করেছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available