নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অস্বচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সততা বৃদ্ধির লক্ষ্যে ২২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
৫জুন সোমবার দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজন করে। এ অনুষ্ঠানে অর্থায়ন করে ‘দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ’শীর্ষক প্রকল্প।
অনুষ্ঠানে নওগাঁয় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এর উপপরিচালক মোহাম্মদ মাহুমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি শক্তিপদ চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।
এসময় “দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের অর্থায়নে সততা সংঘের অস্বচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সততা বৃদ্ধি করার লক্ষ্যে জেলার প্রতিটি উপজেলা থেকে বাছাইকৃত ২ জন ( ১ জন ছাত্র ও ১ জন ছাত্রী) করে মোট ২২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও দুর্নীতিবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available