মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: মাদক, চোরাচালান নিয়ন্ত্রণ, ক্লুলেস মামলার রহস্য উৎঘাটন ও বাল্যবিবাহ,পাহাড় কাটাসহ পরিবেশ দূষণের বিরুদ্ধে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্পিত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য অভিন্ন মানদণ্ডের আলোকে খাগড়াছড়ি জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া।
৪ জুন রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার নাইমুল হকের সভাপতিত্বে মে-২০২৩ইং মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন।
এছাড়াও জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার আবু জাফর মোহাম্মদ ছালেহ মাটিরাঙ্গা সার্কেল, খাগড়াছড়ি থানার পুলিশ পরিদর্শক উৎপল বিশ্বাস, এস আই মিনহাজুল আবেদিন, এএসআই হিসেবে মাটিরাঙ্গা থানার কামরুল আরেফিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়ার নিকট শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার নাইমুল হক পিপিএম।
এ সময় জেলা পুলিশের ঊচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ওসি জাকারিয়া বলেন, এ অর্জন শুধু আমার একার পক্ষে অর্জন করা সম্ভব হয়নি। মাটিরাঙ্গা থানার সকল কর্মকর্তাগণসহ থানাবাসীর সহযোগিতার মাধ্যমেই অর্জন সম্ভব হয়েছে। দায়িত্বভার গ্রহণের পর থেকেই আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available