• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৪:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৪:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাদুল্লাপুরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ৩

৬ জুন ২০২৩ সন্ধ্যা ০৬:১৫:৩১

সাদুল্লাপুরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ৩

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধায় একজনকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ৬ জুন মঙ্গলবার উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর দক্ষিনপাড়া থেকে অভিযুক্ত রেজ্জাক, নান্নু ও সাজ্জাদকে গ্রেফতার করে সাদুল্লাপুর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে  ৫ জুন মঙ্গলবার একই গ্রামের জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর (দক্ষিণপাড়া) গ্রামের লাল মিয়া ওরফে কোনা মিয়ার ছেলে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ছোট ভাই লিখন মিয়া।

মামলার বিবরনে জানা যায়, ৫ জুন সোমবার সন্ধ্যায় গয়েশপু ডাবরির পাতারে ট্রাক্টরে মাটি কাটা দেখতে যান জাহাঙ্গীর আলম। এ সময় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের আমান মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক ওরফে রেজ্জাক ও নান্নু মিয়া তাদের লোকজন নিয়ে জাহাঙ্গীর আলমের উপর অতর্কিত হামলা চালায়। লাঠি দিয়ে পিটিয়ে এবং কিল-ঘুসি দিয়ে জাহাঙ্গীরকে গুরতর আহত করা হয়। খবর পেয়ে জাহাঙ্গীরের স্বজনরা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিজিৎসক এ সময় জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে জাহাঙ্গীরের মরদেহ অভিযুক্ত রেজ্জাকের বাড়িতে রেখে আসে জাহাঙ্গীরের স্বজনরা। খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ সোমবার রাতেই রেজ্জাকের বাড়ি থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে। পরে মঙ্গলবার সকালে সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। অভিযুক্ত রেজ্জাকের পরিবারের অন্যান্য লোকজন এখনও পলাতক রয়েছে।

কথা হয় সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলমের সাথে। তিনি বলেন, সোমবার রাতে রেজ্জাকের বাড়ি থেকে জাহাঙ্গীর আলম নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে নিহতের ছোট ভাই লিখন মিয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত রেজ্জাক, নান্নু ও সাজ্জাদ নামের ৩ জনকে আটক করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫