আরিফ খান আবির, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতরে পুলিশ ব্যারাকের ছাদ থেকে এক পরিদর্শকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
৬ জুন মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে তাৎক্ষণিক মৃত্যুর কারণ জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
নিহত পুলিশ পরিদর্শক মোয়াজ্জেম হোসেন (৫৬) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাদে আমজাদী এলাকার বাসিন্দা। তিনি গত ২২ মে গাজীপুর মহানগর পুলিশে আসেন। দায়িত্ব পালন করছিলেন কাশিমপুর কারাগারের ভেতর আসামি স্কোয়াডে নিয়োজিত পুলিশ ব্যারাকে। এর আগে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করেছেন তিনি।
জানা গেছে, কাশিমপুর কারাগারে থাকা আসামিদের আদালতে আনা-নেওয়ার জন্য পুলিশ সদস্যদের চারতলা একটি ব্যারাকের ইনচার্জ ছিলেন নিহত পরিদর্শক মোয়াজ্জেম। ওই ব্যারাকে ২৩ জন পুলিশ সদস্য থাকেন। সোমবার রাতে কাজ শেষে যার যার কক্ষে চলে যান তারা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভবনের ছাদে মোয়াজ্জেমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন সহকর্মীরা।
সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগামী ১২ জুন পবিত্র হজ পালনের উদ্দেশে তার মক্কায় যাওয়ার কথা ছিল।
এ বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, মৃত অবস্থায় মোয়াজ্জেমকে হাসপাতালে আনা হয়েছিল। তার নাক দিয়ে রক্ত ঝরছিল। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাইনি। ময়নাতদন্ত করা হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ বলেন, অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গরম সহ্য করতে না পারার কারণে এমনটা হয়ে থাকতে পারে।
তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন কাশিমপুর কারাগার-২ এর ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ।
তিনি বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। ব্যারাকটি কারাগারের হলেও আসামি আনা-নেওয়ার সুবিধার্থে গাজীপুর মহানগর পুলিশ সদস্যরা এখানে থাকছেন। তারা নিজেরাই ব্যারাকের দেখভাল করেন। তাই বিষয়টি আমাদের জানা নেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available