• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৬:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৬:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

তালতলীতে বয়স্ক ভাতা দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

৭ জুন ২০২৩ রাত ০৯:০২:০৫

তালতলীতে বয়স্ক ভাতা দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত গ্রাম পুলিশ পরিতোষ বিশ্বাস

জলিল আহমেদ, তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের গ্রাম পুলিশ পরিতোষ বিশ্বাসের বিরুদ্ধে বয়স্ক ভাতা পাইয়ে দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩১ মে ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা জগদীশচন্দ্র ও কেশবচন্দ্র তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বয়স্ক ভাতা দেয়ার কথা বলে গ্রাম পুলিশ পরিতোষ বিশ্বাস ভুক্তভোগী দুজনের কাছ থেকে পাঁচ হাজার টাকা নেয়। টাকা নেয়ার ৩ বছর পার হলেও তাদের দুজনের নামে বয়স্ক ভাতার বরাদ্দ আসে নি। এ ঘটনায় টাকা ফেরত চাইতে বাড়িতে গেলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়।

জগদীশচন্দ্র ও কেশবচন্দ্র বলেন, ৩ বছর আগে পরিতোষ বিশ্বাস আমাদের বাড়িতে গিয়ে বলে বয়স্ক ভাতার ৩ টা নাম আছে। পাঁচ হাজার টাকা দিলে আপনাদের নামে করে দেবো। তখন ধারদেনা করে পরিতোষকে টাকা দেই । পরে সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারি আমাদের নাম বয়স্কভাতার তালিকায় নেই। এ ঘটনায় পরিতোষ বিশ্বাসের বিচার চেয়ে ইউএনও স্যারের কাছে আমরা অভিযোগ করেছি।

অভিযোগের ব্যাপারে ছোটবগী ইউনিয়নের গ্রাম পুলিশ পরিতোষ বিশ্বাসের কাছে জানতে তার মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুর আলম মুঠোফোনে বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ারা তুম্পা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তাকে শুনানিতে ডাকা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫