মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের পাঞ্জাবী টিলা নামক এলাকায় জোরপূর্বক জায়গা দখলের চেষ্টায় গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এই বিষয়ে মাটিরাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে জায়গার মালিক মো. রবিউল হোসেন।
সরেজমিনে গেলে দেখা যায়, প্রায় দের-শতাধিক সেগুন গাছসহ বিভিন্ন বনজ ও ফলজ প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে।
জায়গার মালিক মো. রবিউল হোসেন অভিযোগ করে বলেন, আমি ১৮৬ নং বেলছড়ি মৌজার ১৩৭ নং হোল্ডিং এর ১.৫০ একর টিলা ভূমি দখলের চেষ্টায় রাতের আধারে সু-পরিকল্পিত ভাবে প্রায় দের-শতাধিক সেগুন গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে।
তখন আমার জায়গার দেখাশুনার দায়িত্বরত বোন জামাই আব্দুর রহমান মৌখিক ভাবে বাধাঁ দিলে বাধা উপেক্ষা করে ইউনুস মিয়া, ইব্রাহিম মিয়া, ইয়াছিন মিয়া অবৈধ ভাবে আমার সৃজিত গাছ কেটে ফেলে। এর আগেও দখলকারীদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়। তারা কারো তোয়াক্কা না করেই বার বার অবৈধভাবে জায়গা দখলে মরিয়া।
তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিরা মৌজা বিভিন্ন কৌশল অবলম্বন অবৈধভাবে জায়গা দখল করার পায়তারা করছে। এর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাবি জানান।
এই বিষয়ে অভিযুক্ত ইউনুস মিয়া জানান, গাছ কাটার বিষয়ে তিনি কিছু জানেন না।
রেকর্ডকৃত জায়গা অবৈধ ভাবে দখলের চেষ্টা ও গাছ কাটার বিষয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ জালাল এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, পূর্বেও জায়গাটি নিয়ে শালিসী বৈঠক হয়েছিল এবং বাগান কর্তনকারীরা যে কাগজ দেখিয়েছিল তা ভূয়া বলে প্রমাণিত হয়েছিল। বর্তমানে পূনরায় সংগঠিত এমন নেক্কারজনক কাজের তীব্র নিন্দা জানাই এবং যারা এই কাজের সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এই বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, থানায় জিডি হয়েছে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available