• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৮:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৮:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খাগড়াছড়ির বিদ্যুৎ ভবনের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

৯ জুন ২০২৩ সকাল ১১:২৮:২৮

খাগড়াছড়ির বিদ্যুৎ ভবনের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

খাগড়াছড়ি প্রতিনিধি: পুলিশের বাধা উপেক্ষা করে খাগড়াছড়ির বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

৮ জুন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তীব্র লোডশেডিং ও বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিাদে বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন।

এ সময় বক্তারা বলেন, সরকারের সীমাহীন দুর্নীতির কারণে দেশে আজ হাহাকার চলছে। দিনে ৭/৮ ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। মধ্যরাতেও বিদ্যুৎ চলে যায়। গ্রামের অবস্থা আরও ভয়াবহ। বাজারে গেলেও একই অবস্থা। সব জিনিসপত্র মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সরকারের নেতারা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে পঙ্গু বানিয়েছে। দেশ মানুষের এখন লবণ-ভাতও জুটছে না। দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। এ অবস্থায় দেশ চলতে পারে না।

বিএনপির একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক, তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫