কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: সাংগঠনিক শৃঙ্খলা অমান্য করায় কাউনিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রংপুর জেলা ছাত্রলীগ।
৯ জুন শুক্রবার সকালে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৮ জুন) রাতে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক এ,কে,এমন তামিম আহসান চপল স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। আগামী সাত দিনের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের বরাবরে উপজেলা আহবায়ক কমিটিকে লিখিতভাবে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ বলেন, অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে কাউনিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। সম্প্রতি সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা ভঙ্গ করার বিষয়টি আমাদের নজরে আসে। এ কারণে কাউনিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
এ বিষয়ে কাউনিয়া উপজেলা ছাত্রলীগের ১ নং যুগ্ন আহ্বায়ক জামিল হোসেন় বলেন, সাংগঠনিকভাবে শুক্রবার (৯ জুন) বিকেলে দলীয় কার্যালয়ে বাঙালির মুক্তির সনদ ৬ দফা দিবস পালনের জন্য আহবান পত্রে যৌথভাবে স্বাক্ষর করে। আবার ২ নং থেকে ৫ নং যুগ্ন আহ্বায়ক আলাদা পত্রে স্বাক্ষর করে একই দিবস পালনের আহবান করেন। একই দিবসের দুইটি চিঠি জেলা কমিটির দৃষ্টিতে আসে এবং এ কারণে দর্শানোর নোটিশ করেছে।
এদিকে ২ নং যুগ্ন আহ্বায়ক ইমরান হোসেন বলেন, জেলা কমিটি নির্দেশ রয়েছে উপজেলা আহ্বায়ক কমিটির সবাই সমন্বয় করে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু আহবায়ক ও ১ নং যুগ্ন আহ্বায়ক আমাদের সঙ্গে কোন প্রকার সমন্বয় করে না। ৬ দফা দিবস পালনের বিষয়ে আমাদের সঙ্গে কোন আলোচনা করেনি।
উল্লেখ, চলতি বছরের ৯ এপ্রিল হোমায়রা ইসলামকে আহ্বায়ক এবং পাঁচজনকে যুগ্ন আহ্বায়ক করে কাউনিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available