সিলেট প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ শ্রমিকের প্রাণহানির কারণ জানতে ও সুপারিশ প্রণয়নের জন্য ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিলেট জেলা প্রশাসন।
৯ জুন শুক্রবার সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (গণমাধ্যম) আহসানুল আলম এ তথ্য জানান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসানকে এ কমিটির প্রধান করা হয়েছে। সদস্যসচিব করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক মোঃ রিয়াজুল ইসলাম (ইঞ্জি:)। কমিটির অন্য চার সদস্য হলেন, সিলেট মহানগর পুলিশ কমিশনার, জেলার পুলিশ সুপার, সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানের প্রতিনিধি।
এর আগে বুধবার (৭ জুন) ভোরে সিলেটের দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৪ শ্রমিকের মৃত্যু হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আরও একজনের মৃত্যু হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available