• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫২:৩৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫২:৩৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

জাতির জনককে হত্যায় ইন্ধন যুগিয়েছিল আমেরিকা: কামরুল ইসলাম

১০ জুন ২০২৩ সকাল ১১:৪২:০৬

জাতির জনককে হত্যায় ইন্ধন যুগিয়েছিল আমেরিকা: কামরুল ইসলাম

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: আমেরিকা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। ১৯৭৪ সালে খাদ্যের জাহাজ ফিরিয়ে নিয়ে বাংলাদেশে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। ১৯৭৫ সালে জাতির জনককে হত্যার পেছনে বিদেশী শক্তি হিসেবে ইন্ধন যুগিয়েছিল। সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে বিএনপি আজকে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, এমপি।

৯ জুন শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের কালন্দি ইউনিয়নের চরাইল খেলার মাঠে ১ থেকে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, ২০১৪ সালে তারা নির্বাচনে আসে নাই। ২০১৮ সালে নির্বাচনের নামে মনোনয়ন বাণিজ্য করেছে। এবারও যদি তারা নির্বাচনে না আসে, তাহলে তাদেরই ক্ষতি হবে। এবার একটি নিরপেক্ষ নির্বাচন হবে। কোন অবস্থাতেই সরকার নির্বাচন কমিশনের উপর প্রভাব বিস্তার করবে না।

তিনি আরও বলেন, বিএনপি যদি নির্বাচনে না আসে, তাহলেও যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন বানচাল করার শক্তি কারও নাই। আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতেই হবে। না হলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।

কালন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিনের সার্বিক তত্ত্বাবধানে সম্মেলনে অন্যানের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সহ-সভাপতি সফিউল আজম বারকু, সাধারণ সম্পাদক আলতাব হোসেন বিপ্লবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০